About Us

প্রতিটি বীজ এক একটি স্বপ্ন

বঙ্গোচাষি সম্পর্কে

বঙ্গোচাষি  ২০২৩ সালে যাত্রা শুরু করে। বাংলাদেশে সময় উপযোগী উচ্চ মূল্য ফসলের সঠিক হাইব্রিড জাতের বীজ সরবরাহ নিশ্চিত করণই বঙ্গোচাষি এর আত্মপ্রকাশের ক্ষেত্রে ভূমিকা রাখে। বাংলাদেশের অধিক জনসংখ্যা এবং আবাদি জমির সল্পতার কথা মাথায় রেখে বিভিন্ন দেশি বিদেশী কোম্পানির বীজ যেটা আমাদের দেশের আবহাওয়ায় ভালো ফলন প্রদান করতে সক্ষম এমন সময় উপযোগী অধিক ফলনশীল ফসলের সঠিক জাতের হাইব্রিড বীজ সরবরাহ করে যাচ্ছে। পাশাপাশি আমাদের দেশীয় জাত থেকে সংকরায়ন এর মাধ্যমে উৎপন্ন উন্নত জাত যেটা অধিক ফলন প্রদানে সক্ষম এমন সব হাইব্রিড জাতকেও প্রাধান্য দিয়ে থাকে যার ফলে দেশের কৃষি বিজ্ঞানী এবং গবেষকগণ দেরকেও সম্মান ও শ্রদ্ধা নিবেদন করে যাচ্ছে।

Shopping Cart